শ্রী শ্রী কালী পূজা 2023
DFW এরিয়ার বন্ধুরা, সানন্দ ঘোষণা - আগামী ১২ই নভেম্বর ২০২৩, রবিবার আপনাদের যোগদান ও সহায়তায় এবার আমরা সবাই মিলে সার্বজনীন কালীপুজো করতে উদ্যোগী হয়েছি, যে পূজোতে আমাদের টিকিট কেটে মায়ের দর্শন করতে হবে না এবং মায়ের আশীর্বাদ ও প্রসাদ পেতে কুপন কিনতে হবে না, দেশের মতই চাঁদা তুলে আমরা বৈদিক উপাচারে সশ্রদ্ধ মায়ের পূজা করব। ভক্তিগীতে গীতাঞ্জলি নিবেদন করব মা কে (কালচারাল অনুষ্ঠান), এবং মায়ের অমৃত প্রসাদ আশীর্বাদ (ডিনার) গ্রহণ করব.
খুব শীঘ্রই pre-রেজিস্ট্রেশন শুরু হবে, আমাদের ফেসবুক পেজে লক্ষ্য রাখুন।
এই উদ্যোগকে সফল করতে আপনাদের অনুদান ও সহায়তা একান্তই কাম্য।
আপনি যদি অর্গানাইজার টিমে যুক্ত হতে ইচ্ছুক তবে Join Us Google ফর্মে আমাদের জানান।
সব বন্ধুদের স্বাগত। ধর্ম বর্ণ ক্লাব এফিলিয়েশন নির্বিশেষে আমাদের এই পুজোয় সমান ভাবে অংশগ্রহণ করতে এগিয়ে আসুন।
সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করতে এই ফর্ম এ জানান: Cultural Team Registration form
Sri Sri Kali Puja
Friends of DFW area, We are excited to see so many families came together for Kali Puja observation this year. Now we are happy to announce that "Amra Bangali" decided to organize Kali Puja on 12th November 2023. As many of you may already know that at "Amra Bangali" we do things together and differently to add positive values in our society. This time too, it will be bit different - *we will not sell any tickets or coupons* as we believe blessing of Ma Kali cannot be priced and it comes to all of her children. This Puja will be traditional donation-based puja for all of our community members. We are reaching out to our fellow community members for support, voluntary donations and sponsorship. We welcome all our community members to register and participate in this Puja, Soon we will open pre-registration form. Stay tuned. 🙏🏽.
Request to join our effort as volunteer: Join our organizer's Team
Registration for Cultural programs is now open.
Please register if you (your kids) are interested to perform Click here.
Please donate for the cause, be a Sponsor or Benefactor: Contact or Zelle to non-profit account : amrabangalitx@gmail.com
or Scan below code to donate.