ডালাস DFW নর্থ টেক্সাস অঞ্চলের প্রবাসী বাঙালিদের, বিশেষ করে নতুন যারা এসেছেন বা আসছেন তাদের একটা প্লাটফর্ম আমরা বাঙালি. এই কম্যুনিটিতে আমরা সবাই ঘরোয়া, এক বৃহৎ পরিবারের মতন, একসাথে তৈরী করি ছোটদের বেড়ে ওঠার বাঙালি কমিউনিটি, বিকশিত হোক ওরা আমাদের সকলের প্রচেষ্টায়.